Your Questions about Karamtola Hospital
This is a helpful way for you to find answers to some questions/queries you might have about KCH hospital and its services.
Question 01
How much is the fee for doctors’ consultation at Kamartola Community Hospital?
Answer: The registration fee for new patient is BDT 70.00. And for patients coming for the second time, the registration fee is BDT 60.00. This fee covers the consultation with the doctors in the outdoor. The outdoor timing is from 9-00 am till 4-00 pm on all weekdays.
Question 02
Do I need to get advance serial for getting treatment in Kamartola Community Hospital?
Answer: Generally not. If you come anytime of the day, the caretaker in the front gate will give you a serial number. According to this serial number you will be registered. The Karamtola General Hospital tries to complete all test within the day. However there may be some exceptions as some patients may need special tests requiring more than one day’s time.
Despite that, if you need any help regarding advance booking, you may contact at mobile no. 01717693182
Question 03
Can I have emergency treatment from KCH at any time of the day or night?
Answer: Yes. The emergency department at Karamtola Community Hospital is open 24 hours and 7 days a week. The emergency registration fee is BDT 200.00. This fee only covers consultation with doctors. Depending on the nature of clinical services provided, the cost for treatment is settled.
Question 04
What are the rates for investigation like Laboratory tests, X-Rays, Ultrasonogram and ECG, compared to other hospital?
Answer: Karamtola Community Hospital has its own rate for all services, for laboratory tests, X-Rays, Ultrasonogram and ECG, and for admission, operation etc. The rates are not like other hospitals; they are such fixed that community people could access the hospital services easily. [Click here to see the hospital rates.]
However, the hospital does not have any extra fee, or any service charge, on the top to this fee structure.
Question 05
If I need admission into this hospital, do I have to pay for that and for all services there?
Answer: The admission fee to Karamtola Community Hospital is BDT 250.00. This admission fee is one time and for maintaining the admission related formalities. But patients have to pay for beds and other services provided from the hospital.
[Click here to see the hospital rates.]
Question 06
How do I know the various service rates of Kamartola Community Hospital?
Answer: Yes, you may check with the information counter to know more about various service rate of Karamtola Community Hospital. The service rates are also displayed in different departments, like Eye, Laboratory, X-Ray, etc. In addition you may also see the service rates by clicking here. . [Click here to see the hospital rates.]
Question 07
Is there ambulance service available here?
Answer: No. Karamtola Communtiy Hospital still does not have its own ambulance service. If you need the support of ambulance you may contact with some outside service providers. Hospital Information counter may help in this regard.
Question 08
Is there ICU or CCU available in Karamtola Community Hospital?
Answer: We have no ICU or CCU in Karamtola Community Hospital.
Question 09
If I want to have free cataract surgeries, how can I get that from Kamartola Community Hospital?
Answer: If you want to have free cataract surgeries, you will have to communicate with the eye department. They will keep your information and give you a serial and date for the cataract surgeries.
Question 10
If I have a complaint against someone of KCH or about some service, how can I lodge that?
Answer: If you have a complaint against someone or about some service of KCH hospital, you can instantly contact with the information counter. You can alternatively contact with hospital office. Again if you like you can lodge your complaints through the feedback and question section here [link general feedback and question section].
Top stories
Current Offers
KCH Publications
General Feedback and questions
You are welcome to provide your feedback about Karamtola Community Hospital (KCH) and about any of its services or its facilities. This will help us to review ourselves and improve our hospital services everyday.
[Kindly use the following feedback/question form]
Survey form
(For patients/Relatives)
If you are a patient or close relative of a patient visiting any time for KCH service, you are welcome to participate in this survey. You are at liberty to answer or not to answer any question below.
[Use the Survey Form Below]
Blood Donor Group
Almost every day, KCH operation theatre is busy. Various operations are performed here. It has been estimated that on an average day, 6-8 general operations and 8-10 eye operations are performed here. These are major operations. In addition there are emergency cases too.
Blood is very essential for such patients. Blood can give new life.
Therefore, KCH earnestly looks forward to identifying volunteers who are willing to help in this regard. A successful blood donor should be a young man and woman, above 18 years of age and clinically fit to donate blood.
If you would like to join in voluntary blood donor group in the hospital, please fill up the following form, expressing your willingness and our staff will soon communicate with you.
Community Volunteer
You can also be a community volunteer for KCH. A community Volunteer is a local person, male and female who is supportive for KCH hospital. He/she is also willing to refer patients from communities to the hospital as and when necessary
If you would like to be a community volunteer, kindly fill up the following form, expressing your willingness and our staff will soon communicate with you.
Humanitarian Support
In KCH a lot of service and care is being provided to patients free of cost or at subsidized rate. Karamtola hospital does not have any special fund for that. But the hospital undertakes such humanitarian activities, considering the need of the people.
In each year more that 150 cataract surgeries are done totally free of cost. In addition 25% of all operations are done with 50% hospital cost. Moreover, around 500 patients each month are provided with subsidy for their treatment, pathology, X-ray or tests.
If you like to join with the humanitarian work, with whatever support you would like to do, please fill up the following form, expressing your willingness and our staff will soon communicate with you.
Vacancy Notices
করমতলা হাসপাতাল সংক্রান্ত আপনার প্রশ্ন
এই পৃষ্ঠাটি করমতলা কমিউনিটি হাসপাতাল এবং এখানকার চিকিৎসা ও সেবা সংক্রান্ত আপনার প্রশ্ন/জিজ্ঞাসার উত্তর প্রদানে সহায়তা করবে।
এছাড়াও যদি আপনার অন্য কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনি সাধারণ মতামত ও প্রশ্ন অপশনটির সুযোগ নিন।
প্রশ্ন ১
করমতলা কমিউনিটি হাসপাতালে ডাক্তারের সাথে পরামর্শের ফি কতো?
উত্তর ঃ নুতন রোগীর জন্য এখানকার রেজিষ্ট্রেশন ফি ৭০.০০ টাকা। যে সকল রোগী এর পরে আসেন তাদের জন্য রেজিষ্টেশন ফি ৬০.০০ টাকা। এই ফি দ্বারা আউটডোরে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়। সপ্তাহের প্রতি কর্ম দিবসে আউটডোর সকাল ৯-০০টা থেকে বিকাল ৪-০০ পর্যন্ত খোলা থাকে।
প্রশ্ন ২
করমতলা কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য কি আমাকে অগ্রিম সিরিয়াল গ্রহণ করতে হবে?
উত্তর ঃ সাধারণত না। দিনের যে কোন সময় আপনি আসেন না কেন, গেটের কেয়ারটেকার আপনাকে একটি সিরিয়াল নম্বর প্রদান করবেন। এই সিরিয়াল নম্বর অনুসরণ করেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে। করমতলা হাসপাতাল দিনের মধ্যেই সকল পরীক্ষা-নিরীক্ষা শেষ করার চেষ্টা করেন। তারপরেও ক্ষেত্র বিশেষে কোন কোন রোগীর বিশেষ কোন পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক দিনের অতিরিক্ত সময় প্রয়োজন হয়।
এ সত্বেও আপনিার যদি অগ্রিম বুকিং সংক্রান্ত কোন সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি ০১৭১৭৬৯৩১৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করুন।
প্রশ্ন ৩
করমতলা হাসপাতাল থেকে আমি কি দিনে ও রাতে যে কোন সময় জরুরী চিকিৎসা গ্রহণ করতে পারি?
উত্তর ঃ হ্যাঁ। সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টাই করমতলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ খোলা থাকে। জরুরী বিভাগে রেজিষ্ট্রেশন ফি ২০০.০০ টাকা। এই ফি দ্বারা ডাক্তারের সাথে পরামর্শ করা যায়। প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসার উপর নির্ভর করে রোগীর চিকিৎসার খরচ নির্ধারিত হয়।
প্রশ্ন ৪
অন্যান্য হাসপাতালের তুলনায় করমতলা হাসপাতালে ল্যাবরেটরী টেষ্ট, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ইত্যাদির পরীক্ষার ফি কিরূপ?
উত্তর ঃ করমতলা কমিউনিটি হাসপাতালে সকল সেবার নিজস্ব মূল্য তালিকা আছে, যেমন ল্যাবরেটরী টেষ্ট, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ইত্যাদি। এটি অন্যান্য হাসপাতালের মতো নয়। এই মূল্য তালিকা এমন ভাবে নির্ধারিত যেন সাধারণ কমিউনিটির জনগণ সহজে হাসপাতালে এসে সেবা গ্রহণ করতে পারেন। [হাসপাতালের মূল্য তালিকা জানার জন্য এখানে ক্লিক করুন]।। এই মূল্য তালিকার বাইরে অপর কোন অতিরিক্ত ফি বা সার্ভিস চার্জ নেই।
প্রশ্ন ৫
এই হাসপাতালে আমি যদি ভর্তি হতে চাই, আমাকে কি ভর্তির জন্য এবং সেখানকার সেবা গ্রহণের জন্য আলাদা মুল্য প্রদান করতে হবে?
উত্তর ঃ করমতলা কমিউনিটি হাসপাতালে ভর্তি ফি ২৫০.০০ টাকা। এই ফি একবারই প্রদান করতে হয় এবং তা ভর্তি সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য। তবে রোগীকে হাসপাতালে থাকা, বেড/কেবিন ভাড়া, ও অন্যান্য সেবা গ্রহণের জন্য আলাদা ভাবে মূল্য প্রদান করতে হয়।। [হাসপাতালের মূল্য তালিকা জানার জন্য এখানে ক্লিক করুন]। ।
প্রশ্ন ৬
এই হাসপাতালে বিভিন্ন সেবার মূল্য সম্পর্কে আমি কীভাবে জানতে পারবো?
উত্তর ঃ করমতলা কমিউনিটি হাসপাতালের মূল্য তালিকা সম্পর্কে জানতে হাসপাতালের তথ্য কাউন্টারে যোগাযোগ করুন। হাসপাতালের বিভিন্ন বিভাগেও এই মূল্য তালিকা রয়েছে, যেমন চক্ষু বিভাগ, ল্যাবরেটরী, এক্স-রে, ইত্যাদি। তাছাড়া নিম্নের লিংকে ক্লিক করেও আপনি মূল্য তালিকা দেখতে পারেন।
[হাসপাতালের মূল্য তালিকা জানার জন্য এখানে ক্লিক করুন]।।
প্রশ্ন ৭
করমতলা কমিউনিটি হাসপাতালে কি নিজস্ব এ্যামবুলেন্সের ব্যবস্থা আছে?
উত্তর ঃ না। করমতলা কমিউনিটি হাসপাতালে এখনও নিজস্ব এ্যামবুলেন্সের ব্যবস্থা নাই। তবে আপনার প্রয়োজনে আপনি বাইরের কোন এ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি এ ব্যাপারে হাসপাতালের তথ্য কাউন্টারের সহায়তা গ্রহণ করতে পারেন।
প্রশ্ন ৮
করমতলা কমিউনিটি হাসপাতালে কি আইসিইউ বা সিসিইউ আছে?
উত্তর ঃ না। করমতলা কমিউনিটি হাসপাতালে এখনও নিজস্ব আইসিইউ বা সিসিইউ নাই।
প্রশ্ন ৯
আমি যদি বিনামূল্য চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করতে চাই, তাহলে আমি করমতলা কমিউনিটি হাসপাতালে কীভাবে সহায়তা পেতে পারি?
উত্তর ঃ আপনি যদি বিনামূল্য চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করতে চান, আপনি তাহলে সরাসরি চক্ষু বিভাগের সাথে যোগাযোগ করুন। তারা আপনার তথ্য নেবেন এবং আপনাকে একটি সিরিয়াল নম্বর ও ছানি অপারেশনের তারিখ দেবেন।
প্রশ্ন ১০
যদি আমার দিক থেকে করমতলা হাসপাতালের কোন কর্মী বা কোন সেবার ব্যাপারে কোন অভিযোগ থাকে, তাহলে আমি তা কীভাবে দিতে পারি?
উত্তর ঃ আপনার দিক থেকে যদি করমতলা হাসপাতালের কোন কর্মী বা কোন সেবার ব্যাপারে কোন অভিযোগ থাকে, সেক্ষেত্রে আপনি হাসপাতালের তথ্য কাউন্টারে যোগাযোগ করতে পারবেন। বিকল্পভাবে আপনি হাসপাতালের অফিসেও যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এই সাইটের সাধারণ মতামত ও প্রশ্ন অপশনটির সহায়তা সহায়তা নিয়েও আপনার অভিযোগ দাখিল করতে পারবেন।
[লিংক – সাধারণ মতামত ও প্রশ্ন অপশনটি]
শীর্ষ খবর
বর্তমান অফার
কেসিএইচ পাবলিকেশন্স
সাধারণ মতামত ও প্রশ্ন
করমতলা কমিউনিটি হাসপাতাল বা এর যে কোন সেবা বা সুযোগ সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত বা কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। এটি আমাদের কার্যক্রম মূল্যায়ন করতে ও নিজেদের সেবাসমূহ দিনের পর দিন উন্নততর করতে সাহায্য করবে। নীচের মতামত/প্রশ্নের ফরমটি ব্যবহার করুন।
সার্ভে ফর্ম
(শুধুমাত্র রোগী ও তার নিকট আত্মীয়দের জন্য)
নীচের সার্ভে ফরমটি ব্যবহার করুন।
আপনি যদি একজন রোগী বা রোগীর নিকট আত্মীয় হন, এবং রোগীর চিকিৎসার প্রয়োজনে করমতলা কমিউনিটি হাসপতালে যে কোন সময় এসে থাকেন, তাহলে আপনাকে নিম্নের সার্ভে কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য স্বাগতম জানাই। আপনি চাইলে নিম্নের যে কোন প্রশ্নের উত্তর নাও দিতে পারে।
স্বেচ্ছাসেবী রক্তদাতা গ্রুপ
করমতলা কমিউনিট হাসপাতালের অপারেশন থিয়েটার প্রতিদিনই ব্যস্ত থাকে। এখানে রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে যে কোন একটি সাধারণ দিনে ৬-৮ টি জেনারেল সার্জারী ও ৮-১০টি চোখের সার্জারী করা হচ্ছে। এগুলো সব বড় মাপের অপারেশন। এ ছাড়াও আরো কিছু জরুরী রোগীদেরও চিকিৎসা ও অপারেশন এখানে করা হয়।
এ সব রোগীদের জন্য রক্ত অতীব প্রয়োজনীয়। রক্ত পারে রোগীদের নূতন জীবন দান করতে।
কাজেই করমতলা কমিউনিট হাসপাতাল আন্তরিকভাবেই সেই সব স্বেচ্ছাসেবীদের প্রত্যাশা করে, যারা রক্ত দান করে এ ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত। একজন সফল রক্তদাতা তিনিই, যিনি ১৮ বছরের বেশি বয়স্ক একজন সমর্থ সক্ষম পুরুষ বা নারি এবং রক্তদানে যার চিকিৎসাগতভাবে কোন বাঁধা নেই।
যদি আপনি করমতলা কমিউনিটি হাসপাতালের স্বেচ্ছাসেবী রক্তদাতা গ্রুপের সাথে সংযুক্ত হতে চান, তাহলে দয়া করে নীচের ফরমটি পুরণ করে আপনার সদিচ্ছা জ্ঞাপন করুন। আমাদের কর্মী সত্বর আপনার সাথে যোগাযোগ করবেন।
কমিউনিটি স্বেচ্ছাসেবী
আপনি করমতলা হাসপাতালের একজন কমিউনিটি স্বেচ্ছাসেবীও হতে পারেন। কমিউনিটি স্বেচ্ছাসেবী সেই ব্যক্তি, যিনি স্থানীয় এলাকার একজন পুরুষ বা মহিলা এবং যিনি করমতলা কমিউনিট হাসপাতালের কার্যক্রমকে সমর্থন করেন। তিনি নিজ নিজ এলাকার উপকারার্থে করমতলা কমিউনিট হাসপাতালে স্থানীয় রোগীদের রেফারও করতে পারবেন।
আপনি যদি করমতলা কমিউনিটি হাসপাতালের একজন কমিউনিটি স্বেচ্ছাসেবী হতে চান, তাহলে দয়া করে নীচের ফরমটি পুরণ করে আপনার সদিচ্ছা জ্ঞাপন করুন। আমাদের কর্মী সত্বর আপনার সাথে যোগাযোগ করবেন।
মানবিক সহায়তা
করমতলা কমিউনিট হাসপাতাল থেকে বেশ কিছু চিকিৎসা ও সেবা বিনামূল্যে বা স্বল্প মূল্যে রোগীদের জন্য প্রদান করা হচ্ছে। এর জন্য করমতলা হাসপাতালের আলাদা কোন অর্থ নেই। তবে রোগীদের প্রয়োজনীয়তা ও মানবিক দিক বিবেচনা করে স্থানীয় আয় থেকেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য, প্রতিবছর হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ১৫০টিরও বেশি ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হচ্ছে। এছাড়াও অন্যান্য অপারেশনের ৫০% ক্ষেত্রেই ২৫% অর্থ ছাড় দেওয়া হচ্ছে। অধিকন্তু প্রতিমাসে প্রায় ৫০০ জন রোগীর চিকিৎসা, ল্যাবরেটরী টেষ্ট, এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এটি করমতলা কমিউনিট হাসপাতালের একটি মহৎ ও মানবিক উদ্যোগ। আপনি যদি এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, আপনার সামর্থের মধ্যে যাই থাকুক না কেন, তাহলে দয়া করে নীচের ফরমটি পুরণ করে আপনার সদিচ্ছা জ্ঞাপন করুন। আমাদের কর্মী সত্বর আপনার সাথে যোগাযোগ করবেন।